চেয়ারম্যানের বক্তব্য

ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ

চেয়ারম্যান & এমডি

সৃষ্টি শিক্ষা পরিবার

সৃষ্টি ফাউন্ডেশন

সৃষ্টি শিক্ষা ফাউন্ডেশন

ডিসট্রিক্ট গভর্ণর (২০১৭-১৮)

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশ

 

ইমেইল

dr.s.i.ripon@gmail.com

আসসালামু আলাইকুম।
আমার আবাসভূমি টাঙ্গাইল, আমার প্রিয় এই মাতৃস্থানের মাধ্যমে দেশের সেবা করার প্রত্যয়ে ১৯৯৩ সালের ৫ জুন সৃষ্টি শিক্ষা পরিবারের যাত্রা শুরু, লক্ষ্য টাঙ্গাইলের পাশাপাশি বাংলাদেশের ৬৪ জেলায় উন্নত শিক্ষাসেবা ছড়িয়ে দেয়া। আমাদের সেই লক্ষ্য ক্রমেই পূর্ণতা পাচ্ছে। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থী আজ সৃষ্টির শিক্ষাসেবা গ্রহণ করছে।

আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নিয়মের নিগড়ে বাঁধা সুশৃঙ্খল, সুশিক্ষিত, নিবেদিত প্রাণ এক বিশাল দক্ষ জনশক্তি। যাদের মেধা, শ্রম ও আত্মিক সহযোগিতায় আমাদের সকল কর্মকান্ড হচ্ছে সফলতায় অভিষিক্ত।

ইতোমধ্যেই টাঙ্গাইলের পাশাপাশি শিক্ষা বোর্ডের অনুমোদনসহ সৃষ্টি তার শাখা প্রসারিত করেছে ঢাকা, খুলনা, রাজশাহী, গাজীপুর, জামালপুর, সিরাজগঞ্জ, শেরপুর ও আশুলিয়ায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষানুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগামী সেশন থেকে সারাদেশের বুকে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারিত করার এক মহাপরিকল্পনা রয়েছে। পরিকল্পনাধীন প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার মাধ্যমে দেশব্যাপী আমরা শিক্ষাদ্যুতি ছড়াতে সক্ষম হব ইনশাআল্লাহ্।

আমাদের সকল প্রতিষ্ঠান এবং প্রকল্পের সফল বাস্তবায়নের মূল প্রেরণা যুগিয়েছেন সৃষ্টির সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্খী ও সহকর্মীবৃন্দ। আগামীতে আমাদের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে মূল পরিকল্পনা রয়েছে সেখানেও আপনাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে এ প্রত্যাশা করছি। মহান আল্লাহতা’য়ালা আমাদের এই কল্যাণকর মহতী উদ্যোগগুলোকে কবুল করুন। আমিন।

ইমেইল

বিস্তারিত লিখুন

5 + 1 =

ভর্তি সংক্রান্ত তথ্য

  • ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু: প্রতিবছর ০১ নভেম্বর থেকে।
  • প্রশ্নেরধরন: MCQ/এক কথায়প্রকাশ।
    পরীক্ষার নম্বর: ৭০ নম্বর (বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-২০ ও সাধারণ জ্ঞান-১০)
  • সময়- ১:০০ ঘন্টা।

যোগাযোগ

বাইপাইল, বগাবাড়ী, আশুলিয়া রোড, সাভার, ঢাকা
 ০১৭১২ ২৭৪২৬৯
 ০১৬৭৩-৬০৩১৩৭
info@sristy.edu.bd
Call Now Button